রাজধানী ঢাকায় গণপরিবহনের ৭০ শতাংশ চালকই চোখের সমস্যায় আক্রান্ত। চালকদের দৃষ্টি সমস্যার কারণে দুর্ঘটনা ঘটছে। বেসরকারি প্রতিষ্ঠান ‘মানবিক সাহায্য সংস্থা’র জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার পান্থপথে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
Bangladesh's Microfinance Institutions (MFIs) demonstrated proven and outstanding capabilities in the past in dealing with natural disasters and other emergencies at the local and national levels. The global outbreak of Covid-19 and its long lasting severity in last one year damaged the economy of Bangladesh.