জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানো এক সাহসী নারী

দরিদ্র পরিবারের এক সাহসী নারী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মোসাঃ আয়েশা বেগম। মাত্র ১৩ বছর বয়সে দিনমজুর স্বামী মোঃ আরমান আলীর সাথে বিয়ে হয় তার। সেসময় নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করতে হতো আয়েশার স্বামীর।

শুরুতে মাত্র ৪৯ শতাংশ জমি বর্গা নিয়ে কৃষির পথচলা শুরু হলেও, অভাব আর সীমিত মূলধন ছিল তাদের বড় বাঁধা। ঠিক সেই সময় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ফিল্ড অফিসারের মাধ্যমে তিনি জানতে পারেন জাইকার অর্থায়নে, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এসএমএপি প্রকল্প সম্পর্কে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহজ শর্তে কম সুদে কৃষিঋণ প্রদান, আধুনিক প্রযুক্তিভিত্তিক গাভী পালন প্রশিক্ষণ, নিয়মিত পরামর্শ এবং উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতায় নানা সমস্যার সমাধান করা হয়।

২০২৫ সালে আয়েশা এমএসএস থেকে ৯০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন এবং গাভী পালন বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে শেখা আধুনিক পদ্ধতি বাস্তবায়ন করে তিনি গাভী পালন ব্যবসায় দ্রুত সাফল্য অর্জন করেন। ধীরে ধীরে তার মূলধন দাঁড়ায় প্রায় দশ লক্ষ টাকা।

আয়েশার জানান, “সঠিক প্রশিক্ষণ আর পরিশ্রম থাকলে গাভী পালনে ভালো মুনাফা সম্ভব। জাইকা, বাংলাদেশ ব্যাংক ও মানবিক সাহায্য সংস্থার প্রতি আমি কৃতজ্ঞ—তাদের জন্যই আজ আমি স্বপ্ন দেখতে পারছি, আর অন্যদেরও স্বপ্ন দেখাতে পারছি।”

এমএসএস-এর সহায়তায় বর্তমানে আয়েশা বেগম খামার আরও সম্প্রসারণ ও নিজের বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন। এখন তিনি শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থা উন্নত করেননি, বরং এলাকার অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

  • SHARE

Latest Stories