আর্থিক দৈন্য কাটিয়ে সফলতার মুখ দেখেছে লিজা

গৃহিণী তানজিলা আক্তার লিজার স্বামী মোঃ জামাল উদ্দিন এক সময় টাইলসের দোকানে চাকুরি করতেন। মাত্র তিন হাজার টাকা মাসিক বেতনে সংসারের ব্যয় মিটিয়ে দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হতো এ দম্পতিকে। অন্যের দোকানে দীর্ঘদিন কাজ করার পর আর্থিক অবস্থার পরিবর্তন আনতে জামাল টাইলসের ব্যবসা শুরু করার কথা ভাবেন। কিন্তু ইচ্ছে থাকলেও তাঁদের সাধ্য ছিল না। স্বপ্নের পথে মূল বাঁধা হয়ে দাঁড়ায় ব্যবসার মূলধন। তখন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর কথা জানতে পেরে লিজা এ প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। এমএসএস- এর ০৩ নং শাখার অগ্রসর ঋণী সদস্য হিসেবে প্রথমে অল্প পুঁজি নিয়ে টাইলসের ব্যবসা শুরু করেন।

পরবর্তীতে এমএসএস হতে প্রয়োজনীয় ধারাবাহিক ঋণ সহায়তা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন লিজা-জামাল দম্পতি। এমএসএর- এর সহায়তায় বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের মূলধন ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। তাঁদের প্রতিষ্ঠানে বর্তমানে ছয়জন বেতনভুক্ত কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন ও ব্যবসার সব খরচ মিটিয়েও প্রতি মাসে তাঁদের ব্যবসা থেকে আয় হয় প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ায় তাঁরা গ্রামের মাটির বাড়ির জায়গায় পাকা বাড়ি করেছেন।

লিজা জানান, “আমার স্বামী অন্যের দোকানে কাজ করার সময় আর্থিক অনটন লেগেই থাকতো। সাহস করে ব্যবসার উদ্যোগ নেওয়ার কারণেই আজ স্বাবলম্বী হতে পেরেছি। স্বচ্ছলতার মুখও দেখেছি। আর এর পুরো অবদানই এমএসএস-এর। এমএসএস পাশে ছিল বলেই আমরা স্বপ্ন পূরণে সক্ষম হয়েছি এবং অনেক ভালো আছি।”

  • SHARE

Latest Stories