‘সাব্বির ডেইরি ফার্ম’ এর অগ্রযাত্রা

দুগ্ধ খামার করে সফল উদ্যোক্তা হয়েছেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উদ্যোক্তা মো: সাব্বির হোসেন। মাত্র একটি গরু থেকে তিনি গড়ে তুলেছেন সুবিশাল ‘সাব্বির ডেইরি ফার্ম’। পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন একাধিক নারী-পুরুষের।

শুরুটা একদম স্বল্প পরিসরে হলেও বর্তমানে তার খামারে ১৫ লক্ষ টাকা সমমূল্যের গরু রয়েছে। গাভীর দুধ বিক্রির পাশাপাশি তিনি  প্রতি বছর বিক্রির জন্য ষাড়ও প্রস্তুত করে থাকেন।

তার ডেইরি ফার্ম থেকে দুধ কিনতে আসা এক ক্রেতা জানান, “আমি এই এলাকারই বাসিন্দা। প্রতিদিন ফার্মে এসে দুধ সংগ্রহ করি। এই ফার্মের দুধে কোন ভেজাল নেই। যৌক্তিক দামে খাটি দুধ কিনতে পেরে আমরা আনন্দিত।”

এমএসএস এর ৮ নং জোনের ৫১ নং এরিয়ার ১৩৫ নং শাখার সদস্য সাব্বির হোসেন জানান, “এমএস থেকে ঋণ নেয়ার পর তার ফার্মের পরিধি প্রায় দেড় গুন বেড়েছে। শুধু এলাকাবাসীই নয়, আশেপাশের বিভিন্ন মিষ্টি, ঘি ও মাখন বিক্রেতারা তার ফার্মে এসে নগদ টাকায় দুধ সংগ্রহ করেন।”

বর্তমানে সাব্বির হোসেনের সকল খরচ বাদে ফার্ম থেকে মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা। তবে এখানেই থেমে না থেকে নিজের ডেইরি ফার্মের দুধ থেকে মিষ্টি তৈরি করে বাজারজাত করার স্বপ্ন দেখেন তিনি।

  • SHARE

Latest Stories