জীবনযুদ্ধে হার না মানা কৃষক দম্পতির গল্প

এক কৃষক দম্পতির সাফল্যের গল্প অনুপ্রেরণা জোগাচ্ছে বগুড়ার শত শত মানুষকে। গল্পটা বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোর্ড গ্রামের কৃষক দম্পতি মোছাঃ জহুরা বেগম ও মোঃ আঃ রসিদ-এর।

দাম্পত্য জীবনের শুরু থেকেই তারা লড়াই করেছেন অভাবের সঙ্গে। নিজের জমি না থাকায় জমি বর্গা নিয়েছেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে। মাত্র ২২ শতাংশ জমি দিয়ে শুরু হয় তাদের কৃষিকাজ। প্রথম ফসলেই আসে সাফল্যের হাসি, পরবর্তীতে চাষের পরিধি বাড়লেও উৎপাদন ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ে। পরে জানতে পারেন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এবং জাইকার অর্থায়নে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত ‘এসএমএপি (স্মল অ্যান্ড মার্জিনাল সাইজড ফার্মার্স এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন ফিনান্সিং) প্রকল্পের কথা।

সেখান থেকে ২০১৯ সালে জহুরা বেগম প্রথমবারের মতো ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পর্যায়ক্রমে সাত দফায় ঋণ গ্রহণ ও একের পর এক কৃষি প্রশিক্ষণ জহুরাকে পরিণত করেছে একজন দক্ষ ও সফল চাষীতে। বর্তমানে জহুরা বেগম ও আঃ রসিদ দম্পতির রয়েছে একটি টিনসেট বাড়ি, নিজস্ব চাষযোগ্য জমি, ৫টি গরু ও ৬-৭টি ছাগল।

জহুরা বেগম বলেন, “আমি কৃতজ্ঞ জাইকা, বাংলাদেশ ব্যাংক আর মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর প্রতি। এক সময় আমি নিজে স্বপ্ন দেখতাম, আর এখন আমি অন্যদের স্বপ্ন দেখাতে পারি।”

কৃষিতে নতুন প্রযুক্তি ও বৈচিত্র্যময় ফসল চাষ করে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি হয়ে উঠেছেন এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

  • SHARE

Latest Stories