সংস্থার উত্তরাঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকদের সাথে সংস্থার প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালকের বিশেষ সভা অনুষ্ঠিত
Posted - 31 May, 2021
সংস্থার ঋন কার্যক্রমের ২০২১-২২ অর্থবছরের বাৎসরিক পরিকল্পনা এবং বাজেট প্রনয়নের ক্ষেত্রে বিভিন্নমুখী কৌশলগত পদক্ষেপ গ্রহন বিষয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর এবং সৈয়দপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সহ সকল শাখা ব্যবস্থাপকদের সাথে সংস্থার প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালকের বিশেষ সভা গত ২৭.০৫.২০২১ তারিখে সৈয়দপুরস্থ CBRC- তে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংস্থার নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান সকল শাখার বিদ্যমান সুযোগ চিহ্নিত করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সকল সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষন করে ২০২১-২২ অর্থবছরের বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়নের প্রতি গুরুত্ত্বারোপ করেন।এছাড়া সংস্থার প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান ক্ষুদ্র ঋনের ক্ষেত্রে জনগনের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ন এবং যুগপোযোগী নতুন নতুন ঋন ও সঞ্চয় প্রোডাক্ট অন্তর্ভুক্ত করার পাশাপাশি দরিদ্র জনগনকে বিভিন্ন সামাজিক পরিসেবায় সম্পৃক্ত করার জোর তাগিদ দেন। পাশাপাশি তিনি ঋন কার্যক্রমভুক্ত এবং কর্মএলাকা সমূহের দরিদ্র জনগনের সন্তানদের এম এস এস এর মাধ্যমে জীবনমুখী শিক্ষা তথা কারিগরী শিক্ষা কার্যক্রম সম্প্রসারনের মাধ্যমে সুন্দর ভবিষ্যত গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 
             
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                  
SHARE