এসএমএপি প্রকল্পের সিনিয়র কর্মকর্তাদের সাথে এমএসএস-এর সিনিয়র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ মিটিং অনুষ্ঠিত

বিগত জুন ০২, ২০২১ তারিখে JICA এর অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এবং এমএসএস কর্তৃক বাস্তবায়িত এসএমএপি প্রকল্প মাঠ পর্যায়ে পরিচালনার বিভিন্ন দিক, বিগত ১ বছরের বিভিন্ন পর্যবেক্ষণ এবং বর্তমান করোনাকালীন সময় এ প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ গ্রহণ বিষয়ে এ প্রকল্পে কর্মরত বাংলাদেশ ব্যাংক-এর সিনিয়র কর্মকর্তাদের সাথে এমএসএস-এর সিনিয়র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি বিশেষ মিটিং সংস্থার ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং-এ বাংলাদেশ ব্যাংক টীম-এর নেতৃত্ব দেন জনাব একেএম সাইদুজ্জামান (উপ-মহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক) এবং এমএসএস টীম-এর নেতৃত্ব দেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান।

উক্ত বিশেষ মিটিং-এ মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং এমএসএস-এর বিভিন্ন পর্যবেক্ষণ বিশ্লেষণের পাশাপাশি ২০২৮ সন পর্যন্ত এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্থায়ন পদ্ধতির ধারাবাহিকতা নিয়েও বিষদ আলোচনা হয়। এমএসএপি কার্যক্রম সফলভাবে পরিচালনার ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ সেবার মান উন্নয়নের লক্ষ্যে SHEP (Smallholder Horticulture Empowerment & Promotion) নামক নতুন একটি কর্মসূচি চলমান কার্যক্রমে অন্তর্ভূক্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সংস্থাকে অবহিত করা হয় এবং উক্ত SHEP কর্মসূচির পরিচালনা কৌশল উপস্থাপন করা হয়।

বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনায় তথা কৃষির মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসএমএপি প্রকল্পের বিভিন্ন দিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ফলে এমএসএস-এর কর্ম-এলাকা সমূহে এ প্রকল্পের সাথে সম্পৃক্ত কৃষকদের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন ঘটানো সম্ভব মর্মে সংশ্লিষ্ট সকলেই একমত পোষন করেন। এছাড়া এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এমএসএস-এর দক্ষতা এবং সফলতার প্রশংসা করেন বাংলাদেশ ব্যাংক-এর প্রতিনিধিবৃন্দ। তারা আশা পোষন করেন যে, এমএসএস কর্তৃক পরিচালিত এ কার্যক্রমের বর্তমান সন্তোষজনক অবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে এ প্রকল্পের অর্থায়ন প্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

  • SHARE

Latest MSS Talk