এমএসএস-এর বাৎসরিক পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

গত ১৪ অক্টোবর, ২০২১ মানবিক সাহায্য সংস্থা এমএসএস-এর প্রধান কার্যালয়ে সংস্থার ঋণ কার্যক্রম বিষয়ক ২০২১-২২ অর্থ বছরের বাৎসরিক পরিকল্পনা এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্নমুখী কৌশলগত পদক্ষেপ গ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান, উপদেষ্টা জনাব তারিকুল গণি, নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান এবং প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকবৃন্দ।

উক্ত সভায় সংস্থার প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান সকল শাখার বিদ্যমান সুযোগ চিহ্নিত করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সকল সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ২০২১-২২ অর্থবছরের বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দারিদ্রের কবলে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে কাজে লাগানোর আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে দারিদ্র্য দূরীকরণে এ ঋণ কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জনাব ফিরোজ এম হাসান।

  • SHARE

Latest MSS Talk