সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে চলছে ফ্রি আই ক্যাম্প
Posted - 09 June, 2021
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ষষ্ঠম ধাপে শুরু হওয়া এমএসএস আই কেয়ারের আজকের কর্মসূচি ছিল তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে। আজ ফ্রি চক্ষুসেবা দেওয়া হয়েছে মোট ১৫৮ জনকে যার মধ্যে ছানি সনাক্ত করা হয়েছে ১৫ জন ব্যক্তির। চশমা প্রদান করা হয়েছে ৪৫ জন চক্ষুরোগীকে, ব্লাড প্রেসার ও রক্ত পরীক্ষা করা হয়েছে ২৪ জনকে। এছাড়াও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে ১০৪ জন ব্যক্তির মাঝে।
প্রতিটি আই ক্যাম্পের মাধ্যমে আমরা এভাবেই অসহায় মানুষদের চক্ষুসেবা দিয়ে এগিয়ে যাবো। আমরা আশাবাদি, এই পথচলায় সমাজের হৃদয়বান মানুষেরা অবশ্যই আমাদের পাশে থেকে এই অসহায় মানুষগুলোকে সহায়তা করবেন। আপনাদের সহায়তায় এই মানুষগুলো পূর্বের ন্যায় আবার দেখতে পাবে এবং প্রাণ ভরে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে।
উল্লেখ্য, আমাদের পরবর্তী আই ক্যাম্প অনুষ্ঠিত হবে ১০ জুন, বৃহস্পতিবার ২০২১ তারিখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আই ক্যাম্প চলবে।
SHARE