সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের চক্ষুসেবায় ইসিপি-এমএসএস কে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান দিল ইউবিকো

দারিদ্র্যতা ও অসচেতনতার কারণে চোখের সুচিকিৎসা থেকে বঞ্চিত দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ইসিপি-এমএসএস দীর্ঘদিন ধরেই স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম (এসএসটিপি) চালু রেখেছে।

ইসিপি-এমএসএস এর উক্ত প্রোগ্রামকে স্বাগত জানিয়ে এবার পাশে দাঁড়িয়েছে ‘দি ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি (ইউবিকো)। সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা দিতে ইসিপি-এমএসএস কে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৫ মে ইউবিকোর বনানী কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মানবিক সাহায্য সংস্থার উপদেষ্টা জনাব তারিকুল গণির নিকট এক লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন ইউবিকোর ব্যবস্থাপনা পরিচালক জনাব এমএম মোস্তফা বিলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউবিকো’র ব্যবস্থাপনা পরিচালক জনাব এমএম মোস্তফা বিলাল ইসিপি-এমএসএস এর মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, “দেশ থেকে প্রতিরোধযোগ্য অন্ধ দূর করার জন্য আই কেয়ার প্রোগ্রাম- এমএসএস প্রতিনিয়ত যা করে যাচ্ছে কোন প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। এমএসএস আই কেয়ার প্রোগ্রামের অন্ধত্ব দূরীকরণ মিশনে যোগ দিতে পেরে ইউবিকো পরিবার আনন্দিত।

ইউবিকো এর প্রতি ধন্যবাদ জানিয়ে জনাব তারিকুল গণি বলেন, “‘দারিদ্র্যের কারণে কেউ আর অন্ধ থাকবে না’ এই প্রত্যয়ে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম উক্ত কাজেরই একটি অংশ। ইউবিকোর অনুদানের ফলে আমরা আরও বেশি কিছু সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা দিতে পারবো। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

  • SHARE

Latest MSS Talk