MSS এর কমিউনিটি বেজড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হলো “তরুণ উদ্যোক্তা সমাবেশ ২০২৫”
Posted - 25 October, 2025
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর আয়োজনে রংপুর বিভাগের মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট (MFI), তরুণ উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মানবিক সাহায্য সংস্থা (MSS)-এর কমিউনিটি বেজড রিসোর্স সেন্টার (CBRC), সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “তরুণ উদ্যোক্তা সমাবেশ ২০২৫”।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MRA-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন, পরিচালক মোঃ জিল্লুর রহমান এবং মোহাম্মদ আব্দুল মান্নান।
উক্ত অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ইমরুল কায়েস মনিরুজ্জামান, ইএসডিও’র নির্বাহী পরিচালক শহিদুজ্জামান এবং মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান-সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন MFI-এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন ও বক্তব্য প্রদান করেন।
এছাড়াও MRA-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রংপুর অঞ্চলের বিভিন্ন MFI-এর নির্বাহী প্রধান, কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিউনিটি বেজড রিসোর্স সেন্টার (CBRC)-কে ভেন্যু হিসেবে নির্বাচন করায় মানবিক সাহায্য সংস্থা (MSS), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
মানবিক সাহায্য সংস্থা (MSS) বিশ্বাস করে-এই ধরনের উদ্যোগ তরুণদের নতুন উদ্ভাবনের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করবে ও গড়ে তুলবে এক সম্ভাবনাময় বাংলাদেশ
SHARE