জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা প্রদান
Posted - 26 October, 2025
রাজধানীর জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা বিতরণ করেছে মানবিক সাহায্য সংস্থা (MSS)।
এই কর্মসূচিতে মোট ২৪০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষককে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা এবং ওষুধ প্রদান করা হয়।
মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের আওতায় আয়োজিত এই স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে প্রথমে শিক্ষার্থীদের অটোরিফ্রেকশন ও ভিশন টেস্টের মাধ্যমে চোখ পরীক্ষা করা হয়। পরবর্তীতে ম্যানুয়াল রিফ্রেকশন ও একজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শে যাদের চোখে সমস্যা শনাক্ত হয়, তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়।
ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এর আর্থিক সহায়তায়, এমএসএস-আই কেয়ার প্রোগ্রামের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষুসেবার পাশাপাশি আই ড্রপ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও শিশুদের মাঝে চোখের যত্ন বিষয়ক সচেতনতাবৃদ্ধির লক্ষে সেশন নেওয়া হয়।
SHARE