শিশুদের জন্য প্রকল্পের ‘এক্সিট অ্যান্ড সাসটেইনেবল প্ল্যান ডেভেলপমেন্ট’ কর্মশালার উদ্বোধনে এমএসএস-এর সক্রিয় অংশগ্রহণ

Save the Children in Bangladesh কর্তৃক আয়োজিত Integrated Child Development Project-Shishuder Jonno এর আওতায় “Exit and Sustainable Plan Development কর্মশালার শুভ সূচনা হয়েছে আজ।

এই গুরুত্বপূর্ণ কর্মশালায় Manabik Shahajya Sangstha (MSS), SKS Foundation এবং SAINT Bangladesh এর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।উদ্বোধনী কর্মশালায় সেফ দ্যা চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্টর জনাব ওমর ফারুক উপস্থিত ছিলেন।

প্রথম দিনের কার্যক্রমে অংশগ্রহণকারীরা প্রোগ্রামের টেকসই বাস্তবায়ন কৌশল ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে পরবর্তীতে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির কৌশল নিয়ে মতবিনিময় করেন এবং শিশুদের অধিকার সংরক্ষণে দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টির পথনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

এই অংশগ্রহণের মাধ্যমে Manabik Shahajya Sangstha (MSS) শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও অংশগ্রহণে একটি টেকসই ভবিষ্যৎ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

  • SHARE

Latest MSS Talk