বসিলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে চক্ষুসেবা ও চশমা প্রদান
Posted - 23 October, 2025
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিনা মূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ করেছে মানবিক সাহায্য সংস্থা।
গত ২২ অক্টোবর ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এর আর্থিক সহায়তায়, এমএসএস-আই কেয়ার প্রোগ্রামের উদ্যোগে মোট ৩০১ জন শিক্ষার্থী ও শিক্ষককে বিনা মূল্যে চক্ষুসেবা দেওয়া হয়। বিনামূল্যে চক্ষুসেবার পাশাপাশি আই ড্রপ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও শিশুদের মাঝে চোখের যত্ন বিষয়ক সচেতনতাবৃদ্ধির লক্ষে সেশন নেওয়া হয়।
দাতা সংস্থাটির উদার সাহায্যে এ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে শ্রেনীকক্ষ মুখরিত হয়ে ওঠে। দাতাদের এ উদ্যোগ আমাদের মূল চালিকাশক্তি।
SHARE