নতুন ২টি শিশুকানন - প্রাক প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় পরিবেশে শিক্ষাদানের লক্ষ্যে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এর পরিচালনায় সৈয়দপুরে চালু হয়েছে নতুন দুইটি শিশুকানন প্রাক-প্রাথমিক বিদ্যালয়। নীলফামারী জেলার সৈয়দপুরের চেংমারী পূর্ব বেল পুকুর এবং ধলাগাছ পশ্চিম পাড়াতে ৩-৫ বছর বয়সী ৪০ জন শিক্ষার্থী নিয়ে নতুন ২টি বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরাসহ তাঁদের অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষিকা ও সোস্যাল সার্ভিসেস প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নতুন ড্রেস ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। অভিভাবক ও এলাকাবাসীরা জানান, এমন সুসংগঠিত পরিবেশে শিশুরা বিনামূল্যে শিক্ষা পাবে এর থেকে আনন্দের কিছু হতে পারে না।

উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থা ২০২১ সাল হতে ঠাকুরগাঁও, সৈয়দপুর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে ২৫টি শিশুকানন প্রাক-প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে পরিচালনা করে আসছে।

  • SHARE

Latest MSS Talk