‘নতুন বছরের শুভেচ্ছা ও করণীয়’ বিষয়ক আলোচনা সভা

‘হ্যাপি নিউ ইয়ার ও নতুন বছরের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা ১লা জানুয়ারি মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এমএসএস মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জনাব মেহেদী হাসানের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ জনাব মোসলেহউদ্দীন ঢালী, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব আখতারুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মোঃ আব্দুল হালিম।

উক্ত সভায় মানবিক সাহায্য সংস্থার নতুন বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

এসময় সকল কর্মকর্তা ও কর্মচারীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কোষাধ্যক্ষ জনাব মোসলেহউদ্দীন ঢালী বলেন, “পুরাতন বছরকে বিদায় দিয়ে আমাদের নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। এমএসএস এর পুরাতন ঐতিহ্য ও গৌরবকে ফিরিয়ে আনার সংকল্প করতে হবে।”

ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব আখতারুজ্জামান বলেন, নতুন বছরে আমরা যেন পুরাতন সকল অপূর্ণতাগুলোকে পূর্ণতা দিতে পারি এই শপথ নিতে হবে।

এ সময় সংস্থার প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • SHARE

Latest MSS Talk