এমএসএস-এর মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেলেন দরিদ্র কৃষক মজিবর।
Posted - 07 December, 2025
অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ঠাকুরগাঁওয়ের দরিদ্র কৃষক মজিবরের জীবনে নেমে এসেছিল অন্ধকার-থমকে গিয়েছিল সংসার।
একমাত্র উপার্জনক্ষম মানুষটির চোখে আলো না থাকায় অচল হয়ে পড়ে পুরো সংসার। পরিবার ছিল অনিশ্চয়তার ছায়ায় আচ্ছন্ন; মজিবরের জীবনেও নেমে আসে গভীর হতাশা।
মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের মাধ্যমে বিনামূল্যে তার ছানি অপারেশন হওয়ার পর ফিরে পেয়েছেন দৃষ্টিশক্তি ও জীবনের নতুন আশা। এখন তিনি আবার স্বাচ্ছন্দে কাজ করতে পারেন এবং পরিবারের মুখে হাসি ফিরিয়ে এনেছেন।
আজ মজিবর আবার স্বাচ্ছন্দে মাঠে কাজ করেন এবং পরিবারের মুখে হাসি ফিরিয়ে এনেছেন।
মজিবর বলেন – “কাজ করা তো দূরের কথা, ভেবেছিলাম আমি হয়তো আর কখনও দেখতেই পাবো না। দৃষ্টিহীনতার কারণে আমার সংসার অচল হয়ে পড়ছিল। ঠিক সেই সময় আই কেয়ার প্রোগ্রাম বিনামূল্যে আমার চোখের অপারেশন করে দেয়। এখন আমি আবার এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, মাঠে কাজ করতে পারছি – যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি।”
মজিবর বলেন – “কাজ করা তো দূরের কথা, ভেবেছিলাম আমি হয়তো আর কখনও দেখতেই পাবো না। দৃষ্টিহীনতার কারণে আমার সংসার অচল হয়ে পড়ছিল। ঠিক সেই সময় আই কেয়ার প্রোগ্রাম বিনামূল্যে আমার চোখের অপারেশন করে দেয়। এখন আমি আবার এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, মাঠে কাজ করতে পারছি – যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি।”
SHARE