মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ৫০তম বার্ষিক সাধারণ সভা গত ২৮ জুন (শনিবার) রাজধানীর পান্থপথে সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি জনাব ফারুক হাসান-এর সভাপতিত্বে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আখতারুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভাটি শুরু হয়।

সভায় সংস্থার বিগত বছরের আর্থিক প্রতিবেদন, কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে সংস্থার মাইক্রোফাইন্যান্স, স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে অর্জিত সাফল্য ও এর প্রভাব তুলে ধরা হয়।

সভায় বক্তারা এমএসএস-এর দীর্ঘ ৫০ বছরের সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও এই ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • SHARE

Latest MSS Talk