এমএসএস-এর WCP কার্যক্রমের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণী সভা অনুষ্ঠিত
Posted - 11 October, 2021
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর প্রধান কার্যালয়ের WCP কার্যক্রমের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে গত ০৯ অক্টোবর, ২০২১। সভায় সভাপতিত্ব করেন এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। সংস্থার উপ-পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) সরদার শাহীদুল কবির-এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সকল এরিয়া ম্যানেজার ও জোনাল ম্যানেজার এ সভায় অংশগ্রহণ করেন। এছাড়া এমএসএস-এর প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
জনাব মুনাওয়ার রেজা খান উদ্বোধনী বক্তব্যে মডেল প্রতিষ্ঠান হিসেবে এমএসএস-কে প্রতিষ্ঠিত করার বিষয়ে তাঁর প্রত্যাশা ও স্বপ্ন তুলে ধরেন। এছাড়া তিনি প্রতিটি স্তরে শতভাগ স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং সকল পর্যায়ে কর্মীদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সন্তোষজনক মাত্রায় সমতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী সভায় গত জুলাই’২১- সেপ্টেম্বর’২১ সময়কালের অগ্রগতি পর্যালোচনাসহ ঘাটতি ও অসঙ্গতির বিষয়ে করণীয় নির্ধারণ করা হয় এবং কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে চলমান (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) ত্রৈমাসের জন্য লক্ষ্যমাত্রা পূনঃনির্ধারণ করা হয়।
SHARE