NRB ব্যাংক ও মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এর মধ্যে কৃষি ঋণ এবং SME ঋণ বিতরণ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত

গত ১৪ সেপ্টেম্বর- ২০২১ তারিখে NRB ব্যাংকের প্রধান কার্যালয়ে NRB ব্যাংক ও মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)- এর মাঝে কৃষি ঋণ এবং SME ঋণ বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই ঋণ চুক্তির আওতায় মানবিক সাহায্য সংস্থা-কে প্রাথমিকভাবে ২৫ কোটি টাকার ঋণ সুবিধা প্রদান করবে NRB ব্যাংক। তবে এ ঋণ সুবিধার পরিমাণ ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে। এই ঋণের অর্থ MSS- এর বিভিন্ন শাখার মাধ্যমে কৃষি ও SME খাতে বিতরণ করা হবে।

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)- এর পক্ষে নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান এবং NRB ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ্ এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ মনে করেন, সম্পাদিত এই চুক্তি বাংলাদেশের কৃষি ও SME খাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং MSS- এর বিভিন্ন কর্ম-এলাকার উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা সৃষ্টির পথকে সুগম করবে।

  • SHARE

Latest MSS Talk