সৈয়দপুরে এমএসএস টেকনিক্যাল স্কুলের উদ্বোধন
Posted - 23 March, 2021
কারিগরী দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে যুবসমাজকে কর্মোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে মানবিক সাহায্য সংস্থা এমএসএস টেকনিক্যাল স্কুল চালু করেছে। ২১ মার্চ ২০২১ তারিখ রোববার সকালে সংস্থার সৈয়দপুরের কামারপুকুরে অবস্থিত কমিউিনিটি বেইজড রিসোর্স সেন্টারে (সিবিআরসি) এই স্কুলের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংস্থার প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুরের উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মোখছেদুল মোমিন।
উল্লেখ্য, এমএসএস টেকনিক্যাল স্কুলে প্রাথমিকভাবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে ভবিষ্যতে এই স্কুলের কার্যপরিধি এবং কোর্স আরো বৃদ্ধি করা হবে। অন্যদিকে, ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরি অনুসারে বৃত্তি প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।
সংস্থার প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, “কর্মমুখী শিক্ষাই যুব সমাজকে বেকারত্বের হাত থেকে রক্ষা করতে পারে। আশা করা যায়, এমএসএস টেকনিক্যাল স্কুল এই অঞ্চলে যুব সমাজের বেকারত্ব দূরীকরণে অবদান রাখবে এবং তাদের উন্নত জীবন গঠনে সাহায্য করবে।”
SHARE