রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান।
Posted - 12 November, 2025
আই কেয়ার প্রোগ্রাম-এমএসএস এর উদ্যোগে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র আর্থিক সহযোগিতায় সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “আইডিএলসি আই ক্যাম্প”।
দৃষ্টির সীমাবদ্ধতা যেন কোনো শিশুর শেখার আনন্দ কেড়ে নিতে না পারে – এই উদ্দেশ্য সামনে রেখে উক্ত আই ক্যাম্পের মাধ্যমে মোট ৩০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষককে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়। চক্ষুসেবার পাশাপাশি ১৮ জন শিক্ষার্থীকে বিনামূল্যে আই ড্রপ ও ১২ জনকে চশমা বিতরণ করা হয় এবং ১ জনকে এমএসএস’এর অংশীদার হাসপাতালগুলোতে চিকিৎসার সুযোগ করে দেয়া হয়।
এছাড়াও শিশুদের মাঝে চোখের যত্ন বিষয়ক সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে সেশন নেওয়া হয়। IDLC Finance এর উদার সহয়তায় এ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে এই আই ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়।
এছাড়াও শিশুদের মাঝে চোখের যত্ন বিষয়ক সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে সেশন নেওয়া হয়। IDLC Finance এর উদার সহয়তায় এ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে এই আই ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়।
SHARE