মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ১৫৪তম মহিলা ক্ষুদ্র ঋণ শাখা উদ্বোধন

রাজশাহী জেলায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ১৫৪তম মহিলা ক্ষুদ্র ঋণ শাখা উদ্বোধন করা হয়েছে। আজ ০৭ এপ্রিল, ২০২২ তারিখে রাজশাহীর বাঘা উপজেলায় শাখাটির উদ্বোধন করা হয়।

এমএসএস-এর মহিলা ঋণদান কর্মসূচির আওতায় উক্ত শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের মধ্যে মোট ৩১ লাখ টাকার ঋণ প্রদান করা হয়েছে।

শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) জনাব সরদার সাহিদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জোনের জোনাল ম্যানেজার জনাব অনিমেশ চন্দ্র আচার্য্য। এছাড়া অনুষ্ঠানে এমএসএস-এর সহকারী পরিচালক জনাব আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • SHARE

Latest MSS Talk