মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমের যাত্রা শুরু

নারী ও শিশুদের স্বাস্থ্যের অবস্থার উন্নয়ন করার জন্য লক্ষিত জনগোষ্ঠীর মধ্যে মানসম্পন্ন প্রজনন ও শিশু স্বাস্থ্য সেবার মাধ্যমে একটি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র, ঠাকুরগাওঁ এ কার্যক্রমের যাত্রা শুরু করা হয়েছে। এই মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র এর প্রাথমিকভাবে কাজ শুরু করার লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ একটি স্টাফ অরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। যেখানে গর্ভবতী ও প্রসূতী মা দের প্রসব পূর্ববর্তী সেবা, প্রসব পরবর্তী সেবা, রেফারেল সেবা, মাসিক চেক-আপসমূহ এবং পাশাপাশি ০-১ বছর বয়সী শিশুদের অপুষ্টি চিহ্নিতকরণ ( ৬ মাস – ১ বছর), স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন পরামর্শ সমূহ ও রেফারেলের কাজ শুরু করা হয়েছে।

  • SHARE

Latest MSS Talk