মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি কার্যালয়ে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি- ২০২১ প্রদান করলো এমএসএস
Posted - 24 June, 2021
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি কর্তৃক প্রণীত ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি নীতিমালা- ২০২০’ মোতাবেক মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) কর্তৃক মনোনীত ২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২৩ জুন ২০২১ তারিখে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’ এর চেক হস্তান্তর করা হয়েছে।
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। অনুষ্ঠানটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এমএসএস এবং এমআরএ-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির স্বাগত বক্তব্যে জনাব মুনাওয়ার রেজা খান, এমএসএস-এর বিভিন্নমুখী সামাজিক কার্যক্রমসমূহ তুলে ধরেন। তিনি বলেন- মানবিক সাহায্য সংস্থা প্রতি বছর প্রতিষ্ঠানের উদ্বৃত্ত আয়ের একটা অংশ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ব্যয় করে আসছে। অতঃপর তিনি বৃত্তির জন্য মনোনীত মেধাবী শিক্ষার্থীদের সবার সাথে পরিচয় করিয়ে দেন।
শিক্ষার্থীবৃন্দ অত্র বৃত্তির জন্য মনোনীত হওয়ায় এমএসএস-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমআরএ-এর প্রধান জনাব মোঃ ফসিউল্লাহ্, অতিরিক্ত সচিব মহোদয়ের হাত থেকে বৃত্তির চেক গ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমআরএ-এর ইভিসি মহোদয় বাংলাদেশের বর্তমান উন্নয়নের কথা তুলে ধরেন এবং অতীত স্মৃতিচারণ করেন। এমএসএস কর্তৃক এ জাতীয় অনুষ্ঠান আয়োজন করায় ইভিসি মহোদয় এমএসএস-কে বিশেষভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তির আওতায় মনোনীত শিক্ষার্থীবৃন্দ প্রতিবছর ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা পাবেন, যা তাদের স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অব্যাহত থাকবে।
SHARE