সিটি ব্যাংক ও মানবিক সাহায্য সংস্থা- এর মধ্যে কৃষি ঋণ বিতরণ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত
Posted - 17 December, 2020
গত ১৫ ডিসেম্বর সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ব্যাংক ও মানবিক সাহায্য সংস্থা-র (এমএসএস) মাঝে একটি কৃষি ঋণ বিতরণ বিষয়ক চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। এই ঋণ চুক্তির আওতায় সিটি ব্যাংক মানবিক সাহায্য সংস্থা-কে প্রাথমিকভাবে ২৫ কোটি টাকার ঋণ সুবিধা প্রদান করবে। তবে এ ঋণ সুবিধার পরিমাণ ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে। এই ঋণের অর্থ এমএসএস- এর বিভিন্ন শাখার মাধ্যমে কৃষি খাতে বিতরণ করা হবে।
মানবিক সাহায্য সংস্থা-র পক্ষে নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান এবং সিটি ব্যাংকের পক্ষে ইভিপি ও মাঝারি উদ্যোগের প্রধান নির্বাহী মোঃ নুরুল আলম মজুমদার এই চুক্তি সাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ মনে করেন, সম্পাদিত এই চুক্তি বাংলাদেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে এবং এমএসএস- এর বিভিন্ন কর্ম এলাকার কৃষি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা সৃষ্টির পথকে সুগম করবে।
SHARE