সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থা-র এমএসএমই ব্রাঞ্চ উদ্বোধন
Posted - 05 January, 2021
৫ জানুয়ারি, ২০২১, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এর প্রথম মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এমএসএমই) ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএসএস- এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাসিম আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী প্রনোবেশ চন্দ্র বাগচী, কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আঃ গফুর সরকার। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থা সৈয়দপুর এবং এর আশে পাশের অঞ্চল সমূহে উদীয়মান ও সম্ভাবনাময় বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন করার মাধ্যমে অত্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বৃহত্তর লক্ষ্যে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এমএসএমই) ঋণ কার্যক্রম শুরু করেছে যা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে সম্প্রসারণ করা হবে।
SHARE