"ছানি অপারেশনের পর আত্মনির্ভরশীল হয়েছি"

গৃহকর্মী নিরতা বালার স্বামী পরলোক গমণ করেছেন অনেকদিন আগেই। বাড়িভিটা ছাড়া আর তেমন কোনো সম্পত্তি রেখে না যাওয়ায় এক ছেলের পরিবারে বেশ কষ্টেই দিনাতিপাত করতে হয় তাকে।

সামান্য কৃষিকাজ ও অন্যের জমিতে কাজের মাধ্যমে ছেলের যা আয় রোজগার হয় তা দিয়ে চোখের অপারেশনের খরচ যোগানো অসাধ্যই বটে। তাই অনেকদিন ধরে দৃষ্টিহীনতায় ভুগলেও চিকিৎসা করাতে পারছিলেন না নিরতা বালা। এরপর আই কেয়ার প্রোগ্রাম এমএসএস সম্পর্কে জানতে পেরে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা করে জানতে পারেন চোখের ছানি সম্পর্কে এবং ইসিপি-এমএসএস ‘র সহায়তায় সেফ হাসপাতাল, ঠাকুরগাঁও এ বিনামূল্যে চক্ষু অপারেশন করান।

বর্তমানে তিনি দৃষ্টিশক্তি পূণরায় ফিরে পেয়ে স্বাভাবিক ও সুন্দরভাবে জীবন-যাপন করছেন। ছেলেকে কৃষি কাজে সহায়তা করার পাশাপাশি গৃহকর্মীর কাজ করে  নিজের ভোরণপোষন চালাতে সক্ষম হয়েছেন।

চোখ অপারেশনের পূর্বে তিনি কোন কাজই ঠিকমতো করতে পারছিলেন না। ফলে না চাইতেও তাকে পরনির্ভরশীলতা বেঁছে নিতে হয়েছে।  চোখ অপারেশনের পর বর্তমানে তিনি বাড়ির কাজ সহ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন এবং সুস্থ আছেন।

দৃষ্টিশক্তি ফিরে পেয়ে অত্যন্ত খুশি নিরতা বালা বলেন, “আমার দুই চোখেই ছানি হয়েছিল, যা আমাকে সকলের বোঝা বানিয়ে রেখেছিল। চোখের অপারেশন সফলভাবে হওয়ার পর আমি আর কারও মুখাপেক্ষী নই। নিজের খরচ ও ভোরণপোষন এখন নিজে চালাচ্ছি। এর থেকে শান্তি আর কিছুতেই নাই।”

  • SHARE

Latest Activities of “ছানি অপারেশনের পর আত্মনির্ভরশীল হয়েছি”