ঢাকার গণপরিবহন, ৭০ ভাগ চালক চোখের সমস্যায় আক্রান্ত

রাজধানী ঢাকায় গণপরিবহনের ৭০ শতাংশ চালকই চোখের সমস্যায় আক্রান্ত। চালকদের দৃষ্টি সমস্যার কারণে দুর্ঘটনা ঘটছে। বেসরকারি প্রতিষ্ঠান ‘মানবিক সাহায্য সংস্থা’র জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার পান্থপথে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চালকদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেবে ‘মানবিক সাহায্য সংস্থা’। আজ রোববার তেজগাঁও ট্রাক টার্মিনালে সকাল ১০টা থেকে গণপরিবহনের চালক-শ্রমিকদের চোখের চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে অস্ত্রোপচারও করা হবে সংস্থার সহায়তায়।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে জানানো হয়, গত ১ থেকে ২০ জানুয়ারি ঢাকার আটটি টার্মিনাল ও স্টেশনে ৫০০ চালকের ওপর জরিপ চালানো হয়। ৩৫২ চালক জানান, তারা চোখের সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে ২৫৮ জনের দুই চোখেই সমস্যা। মাত্র ৬২ জন চশমা ব্যবহার করেন। বাকিরা চশমা ব্যবহার করেন না। ১১১ চালক জানিয়েছেন, তাদের চোখে ব্যথা রয়েছে। ২০৪ জন জানান, চোখ দিয়ে পানি পড়ে। জ্বালাপোড়ার কথা জানিয়েছেন ১১৭ জন।

প্রায় ৭০ শতাংশ চালক চোখের সমস্যার কথা জানালেও, তাদের অধিকাংশ কখনোই চিকিৎসকের কাছে যাননি। চোখের সমস্যা রয়েছে জানিয়েছেন, এমন চালকদের ৯৮ দশমিক ৭২ শতাংশ চিকিৎসকের কাছে যাননি। ৩০ শতাংশ চালক জানিয়েছেন, রাস্তায় ট্রাফিক চিহ্ন দেখতে সমস্যা হয় তাদের।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক। চালকদের চোখে সমস্যা দুর্ঘটনার একটি কারণ। নিরাপদ সড়ক নিশ্চিতে মানবিক সাহায্য সংস্থা চালকদের চোখের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ২১টি প্রতিষ্ঠান তাদের এ উদ্যোগে সহায়তা করছে।

এ সময় উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম হাসান, উপদেষ্টা তারিকুল গণি, আল-নূর হাসপাতালের ব্যবস্থাপনা মহাপরিচালক ডা. আহমেদ তাহের হানিফ আলী, মানবিক সাহায্য সংস্থার সহকারী পরিচালক স্বপ্ন রেজা প্রমুখ।

  • SHARE

Latest Media Coverage

DAWN AFTER DARK
31 January, 2020