বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো এমএসএস

বিশ্বব্যাপী অনিয়ন্ত্রিত নগরায়ন এবং শিল্পায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। আর এ কারণে বাংলাদেশ সহ সমুদ্র উপকূলবর্তী দেশ সমূহ ঝুঁকির মধ্যে আছে। পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের কোন বিকল্প নেই। জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির আওতায় বিশ্বব্যাপাী ৫ জুন, ২০২১ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে, যার এ বছরের প্রতিপাদ্য হলো- ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার’। এর সাথে একাত্মতা ঘোষণা করে প্রতি বছরের ন্যায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) তার ৬টি কর্ম এলাকায় বৃক্ষরোপন এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে।মানবিক সাহায্য সংস্থা’র বৃক্ষরোপন এবং বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংস্থা’র প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান। এ সময় তিনি ঠাকুরগাঁও- এর সেনুয়া নদী এবং ভুল্লি নদীর পাড়ে এমএসএস- এর ঋণী সদস্যদের মাঝে ফলজ এবং বনজ গাছ বিতরণ করেন এবং বৃক্ষরোপন করেন। উক্ত স্থান ছাড়াও নীলফামারীর সৈয়দপুর, পঞ্চগড়ের বোদা, নওগাঁর বদলগাছি এবং বগুড়ার গাবতলী এলাকায় এমএসএস এর শাখা সমূহে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়। উল্লেখিত স্থানগুলোতে সংস্থার সদস্য এবং স্থানীয়দের মাঝে প্রায় দুই হাজার ফলজ গাছ এবং বনজ গাছ বিতরণ করা হয়।

জনাব ফিরোজ এম হাসান বলেন, “ বন্যা ও ঘুর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারেরর জন্য আমাদের সবার বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন।”

  • SHARE

Latest Media Coverage

DAWN AFTER DARK
31 January, 2020