রাজশাহীতে মানবিক সাহায্য সংস্থার ১৫১তম ও ১৫২তম মহিলা ক্ষুদ্র ঋণ শাখা উদ্বোধন

আজ ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে রাজশাহী জেলায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ১৫১তম ও ১৫২তম মহিলা ক্ষুদ্র ঋণ শাখা উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের চকিরপাড়ায় ১৫১ নম্বর তাহেরপুর শাখাটির উদ্বোধন করা হয়। এছাড়া দূর্গাপুর উপজেলার সিংগায় ১৫২ নম্বর দূর্গাপুর শাখার উদ্বোধন করা হয়।

এমএসএস-এর মহিলা ঋণদান কর্মসূচির আওতায় ১৫১ নম্বর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ৮ জন উদ্যোক্তার মধ্যে মোট ৪৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। এছাড়া ১৫২ নম্বর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ১৭ জন উদ্যোক্তার মধ্যে মোট ৩৬ লাখ ৯০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

শাখা দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) জনাব সরদার সাহিদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জোনের জোনাল ম্যানেজার জনাব অনিমেশ আচার্য্য। এছাড়া অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • SHARE

Latest Media Coverage

DAWN AFTER DARK
31 January, 2020