পঞ্চগড়ে এক হাজার অসহায় ও দরিদ্র মানুষ পাচ্ছেন বিনামূল্যে চক্ষুসেবা

সুবিধাবঞ্চিত মানুষের ছানি অপারেশনসহ সর্বাঙ্গীন চক্ষু সেবা প্রদানের লক্ষ্যে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ও সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন, ঠাকুরগাঁও সম্মিলিতভাবে পঞ্চগড় জেলার দ্ররিদ্র ব্যক্তিদের বিনামূল্যে ‘দোরগোড়ায় চক্ষু সেবা’ পৌঁছে দিচ্ছে।

এ লক্ষ্যে “নয়নতরী” ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকের মাধ্যমে গত ১ জুন ২০২১ তারিখ থেকে ৭টি ক্যাম্পের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ১০৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চোখ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হবে। ডাক্তারের প্রেসক্রিপসন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হবে এবং আগত রোগী থেকে সনাক্ত করে ১৪০ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশন করিয়ে দেওয়া হবে।

“প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে আমরা বদ্ধপরিকর। ‘দোরগোড়ায় চক্ষু সেবা’ এর মাধ্যমে আমরা অসহায় চক্ষু রোগীদের ছানি শনাক্ত করি ও পার্টনার হাসপাতালের মাধ্যমে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেই” বলেন এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান। উল্লেখ্য, ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকের মাধ্যমে নভেম্বর, ২০২০ সাল হতে মোট ৫৯৫৩ জন চক্ষু রোগীকে বিনামূল্যে বিভিন্ন প্রকারের চক্ষু সেবা প্রদান করা হয়েছে ও ৫২০ জন ছানি রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন করে দেয়া হয়েছে। এছাড়া চশমা দেয়া হয়েছে ১২১৩ জনকে, ঔষধ দেয়া হয়েছে ৮১১ জনকে। বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে আই কেয়ার প্রোগ্রাম-এমএসএস (ইসিপি) কাজ করে যাচ্ছে। ইসিপি বিশ্বাস করে যে দারিদ্রতার জন্য কেউ অন্ধ রবে না।

  • SHARE

Archives