বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ১১৩২ দরিদ্র মানুষ
Posted - 11 March, 2021 Published on - মানবকন্ঠ
মানবিক সাহায্য সংস্থা এমএসএস আই কেয়ার প্রগ্রাম ও সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন। সম্মিলিতভাবে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৬টি স্থানে ১৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নয়নতরী- ভ্রাম্যমাণ আই ক্লিনিকের মাধ্যমে ৬ দিন ব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি পরিচালিত করেছে সংস্থাটি। এর মধ্যে ওষুধ সরবরাহ করা হয়েছে ৮৩ জনকে, চশমা দেওয়া হয়েছে ২৫২ জনকে, ব্লাড প্রেসার ও সুগার পরীক্ষা টেস্ট করা হয়েছে ২৭৫ জনের, ছানি সনাক্ত করা হয়েছে ১৩৯ জনের। সনাক্তকৃত রোগীদের মধ্যে ১০৫ জনের অপারেশন করা হয়েছে। মানবিক সাহায্য সংস্থা- এমএসএস আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে প্রায় দুই শতাধিক ভ্রাম্যমাণ আই ক্যাম্পের মাধ্যমে এক লক্ষ বিশ হাজারের অধিক প্রান্তিক ও দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদানের কাজ করে চলেছে।
SHARE