এমএসএস ও সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে ২১ জন বেকার নারী-পুরুষ পাচ্ছেন ড্রেস মেকিং এবং টেইলরিং প্রশিক্ষণ

করোনা মহামারীতে মানুষের অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে কারিগরি শিক্ষার মাধ্যমে দারিদ্র্য ও বেকারত্ব দূর করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আর এ পরিকল্পনাকে সামনে রেখে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এর শিক্ষা ও সামাজিক সেবা কার্যক্রম ‘সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন’ এর সহায়তায় এমএসএস টেকনিক্যাল স্কুল- এ ড্রেস মেকিং এবং টেইলরিং কোর্স চালু করেছে।

উক্ত কোর্সটিতে দুটি ব্যাচে মোট ২১ জনকে ড্রেস মেকিং এবং টেইলরিং প্রশিক্ষণ দেওয়া হবে। মানবিক সাহায্য সংস্থা’র প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, “এই প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জনের মাধ্যমে ঠাকুরগাঁও অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, উদ্যোক্তা তৈরি হবে এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।”

উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থা ১৯৮২ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষা ও সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে লাখো মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে মানব মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে।

  • SHARE

Archives