সৈয়দপুরে ৩ মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালনা করছে এমএসএস

নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় তরুণ-তরুণীদের জন্য ৩ মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালনা করছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। এমএসএস-এর শিক্ষা ও সামাজিক কার্যক্রম ‘সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন’ এর সহায়তায় এমএসএস টেকনিক্যাল স্কুল এ কোর্স চালু করেছে।

চলতি বছরের ২১ মার্চ থেকে প্রথম এ কোর্স চালু করা হয়। এ পর্যন্ত মোট ২টি ব্যাচে ১৭ জন এই কোর্স সফলভাবে সম্পন্ন করেছে। ৭ জন শিক্ষার্থী নিয়ে ২২ আগস্ট, ২০২১ থেকে শুরু হয়েছে ৩য় ব্যাচ। অত্যাধুনিক ল্যাব সুবিধা ও প্রশিক্ষিত ট্রেইনার দ্বারা কোর্সটি পরিচালিত হচ্ছে। কোর্সটিতে শিক্ষার্থীদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস, পাওয়ার পয়েন্টসহ ইন্টারনেট ব্যবহার শেখানোর উপর গুরুত্ব প্রদান করা হয়।

এ কোর্সটি সম্পন্ন করার পর একজন ব্যক্তি উদ্যোক্তা হিসেবে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন। এছাড়া তাঁরা কোনো প্রতিষ্ঠানে চাকুরী অথবা বিভিন্ন কম্পিউটার সেন্টারে কাজ করে আত্মনির্ভরশীল হতে পারবেন।

  • SHARE