রাজধানী ঢাকায় গণপরিবহনের ৭০ শতাংশ চালকই চোখের সমস্যায় আক্রান্ত। চালকদের দৃষ্টি সমস্যার কারণে দুর্ঘটনা ঘটছে। বেসরকারি প্রতিষ্ঠান ‘মানবিক সাহায্য সংস্থা’র জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার পান্থপথে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।